Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যউমাকান্ত একাডেমীর স্ট্রং রুমে মজুদ রয়েছে পশ্চিম লোকসভা আসনে্র গণদেবতাদের রায় -...

উমাকান্ত একাডেমীর স্ট্রং রুমে মজুদ রয়েছে পশ্চিম লোকসভা আসনে্র গণদেবতাদের রায় – ড: বিশাল কুমার


কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে ইভিএম বন্দী গণদেবতাদের রায় রয়েছে রাজধানীর উমাকান্ত স্কুলে। মঙ্গলবার স্ট্রং রুম পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা জেলাশাসক ড.বিশাল কুমার।
গত ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব হয়েছে। পাশাপাশি ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনেরও ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে একই দিনে। গণদেবতারা কাকে আশীর্বাদ করেছেন তা জানা যাবে আগামী চার জুন। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সচেতন রাজ্যবাসী।পশ্চিম ত্রিপুরা আসনে বরাবরের মতোই রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। পশ্চিম লোকসভা কেন্দ্রে এবার ভোট পড়েছে ৮২.৫২ শতাংশ। প্রথম দফায় একুশটি রাজ্যের মধ্যে শতকরা হিসেবে শীর্ষে ত্রিপুরার পশ্চিম লোকসভা আসনটি। বর্তমানে উমাকান্ত স্কুলের স্ট্রংরুমে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা রয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের এবং ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের গণদেবতাদের রায়। এখানে রয়েছে মোট ১৪টি বিধানসভার ইভিএম। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মোট ১৪ টি কক্ষে রয়েছে ইভিএম মেশিনগুলো। পাশাপাশি আরো ১৪ টি কক্ষে বিভিন্ন কাগজপত্র সহ নষ্ট এবং অব্যবহৃত ইভিএম মেশিনগুলো রয়েছে। মঙ্গলবার স্ট্রং রুম পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তিনি জানান, এখানে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোট ৬০ থেকে ৭০টি সিসি টিভি ক্যামেরা। এদিকে আগামী চার জুন হবে ভোট গণনা। এ ব্যাপারে বলতে গিয়ে রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার জানান, ভোট গণনার প্রস্তুতি প্রায় সম্পন্ন। আশা করা হচ্ছে ভোট গ্রহণ পর্বের মতোই শান্তিপূর্ণভাবে ভোট গণনা পর্ব সম্পন্ন হবে।
জনগণের রায় কোন দিকে যাবে তা জানার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত। ততদিন এখানে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে ইভিএমবন্দি থাকবে জনগণের রায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য