Thursday, September 12, 2024
বাড়িখবররাজ্যও এন জি সি ত্রিপুরা এসেট কার্যালয় পরিদর্শনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

ও এন জি সি ত্রিপুরা এসেট কার্যালয় পরিদর্শনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

তেল ও গ্যাস কর্পোরেশন অর্থাৎ ওএনজিসিভারতীয় বহুজাতিক খনিজ তেল এবং গ্যাস সংস্থা । পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন এই সংস্থাটি ভারত সরকারের  মালিকানাধীন। এটি দেশের বৃহত্তম তেল এবং গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী সংস্থা। এটি ভারতের অপরিশোধ নিতে তেলের প্রায় ৭০ শতাংশ অর্থাৎ দেশের মোট চাহিদার প্রায় ৫৭ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় ৮৮ শতাংশ উৎপাদন করে। ওএনজিসি ১৯৮৬ সালে ত্রিপুরায় বাণিজ্যিক গ্যাস উৎপাদন শুরু করে। স্বাভাবিক ভাবেই সময়ের সাথে সাথে গ্যাসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ওএনজিসি বিদ্যুৎ উৎপাদনের জন্য ওটিপিসি,নীপকো এবং টিএসইসিএল ইউনিটে এবং পাইপলাইন নেটওয়ার্ক সিটি গ্যাস বিতরণের জন্য টিএনজিসি লিমিটেড এবং যানবাহন ব্যবহারের জন্য সিএনজি-কে গ্যাস সরবরাহ করছে। মঙ্গলবার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি লাল্লু পরিদর্শন করেন বাধারঘাটস্থিত রাজ্যের ওএনজির মূল শাখা। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ওএনজিসির ত্রিপুরা এসেট ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরক্ষা বাহিনীর দ্বারা প্যারেড এবং অভিবাদন জানানো হয় রাজ্যপালকে। রাজ্যপাল এ রাজ্যে ওএনজিসির বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অবগত হন। রাজ্যপাল জানান, ওএনজির প্রতি রাজ্যবাসীর অনেক প্রত্যাশা রয়েছে।এখানে কিভাবে কাজকর্ম হচ্ছে তা দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা জন্য এখানে আসা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য