সীমাহীন তাপমাত্রায় নাজেহাল এখন রাজ্যবাসি। দুপুরের অস্বাভাবিক গরমে নাজেহাল জনজীবন। এই অবস্থায় তীব্র গরমের হাত থেকে সাধারণ পথচারীদের কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন সংগঠন এখন ময়দানে। সংগঠনগুলির কর্মীরা সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা পানীয়, তাই নিজেদের সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে ময়দানে নামলো নীলজ্যোতি ট্যুর অ্যান্ড ট্রেভেলস। তীব্র দাবদাহে পথচলতি মানুষ, শ্রমিক সহ বিভিন্ন পেশায় যে সকল মানুষরা রোদ আর গরমকে উপেক্ষা করে পথে হেঁটে চলেছেন নানা প্রয়োজনে, তাদের হাতে আজ নীলজ্যোতি ট্র্যাভেলস তুলে দিয়েছে ঠাণ্ডা পানীয় জলের গ্লাস আর তরমুজের প্লেট। গরমে অতিষ্ঠ পথচারীরা যেন দু’দণ্ড শান্তি পেয়েছেন এই উদ্যোগে। শহরের পোস্টঅফিস চৌমুহনি, আখাউড়া রোড, রাধানগর বাসস্ট্যান্ড এবং জিবি হাসপাতালের সম্মুখভাগে সোমবার দিনভর এই আয়োজন চলছে। এদিন সংবাদ মাধ্যমকে নীলজ্যোতি ট্র্যাভেলসের কর্ণধার লিটন আচার্য সঞ্জীব জানিয়েছেন, গতানুগতিক জীবন থেকে বেরিয়ে এদিন তারা পথচারীদের একটু গরমে আরাম দেওয়ার চেষ্টা করেছেন মাত্র। আগামীদিনেও এমন উদ্যোগ জারি দের রাখবেন।