নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে বুধবার মহারাজ গঞ্জ বাজারে খাদ্য দপ্তর, লিগাল Metrology dept এবং Food Safety officer এর যৌথ অভিযান হয়। সকাল আটটা নাগাদ নেতাজী চৌমুহন এলাকা থেকে শুরু হয় অভিযান। পরে এই অভিযান মহারাজগঞ্জ বাজার পর্যন্ত চালানো হয়। এদিনের অভিযানে বেশ কিছু দোকানে অনিয়ম দেখতে পান প্রতিনিধিরা। মহারাজগঞ্জ বাজারের ননী গোপাল বণিকের দোকানে মেমু না থাকার কারণে তাকে নোটিশ ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ওজন বাটখারা মেশিনের সার্টিফিকেট মেয়াদ উত্তীর্ণ। এই অবস্থায় তার দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ননীগোপাল বনিকের দুইজন খুচরা ব্যবসায়ী শ্রীনিবাস বসাক এবং কৃষ্ণ সাহাকে পেঁয়াজের বেশি দাম আদায় করার দায়ে নোটিশ ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি এদিনের অভিযানে ছিলেন সদর ও ডুকলি ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক, , অনিরুদ্ধ ধর চৌধুরী, মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী, ফুড safety officer বিষ্ণুপদ জমাতিয়া প্রমুখ।