সচিবালয়ে অফিসকক্ষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই বিষয়ে তিনি জানান , গত ১৩ জুলাই , ২০২১ তারিখে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ইউজিসির নতুন গাইডলাইন অনুসারে ডিগ্রি কলেজগুলিতে প্রিন্সিপাল নিয়োগের জন্য শুধুমাত্র ‘ রিক্রুটমেন্ট রুলসটিকে ‘ সংশোধন করা হয়েছে । এরপর গত ৫ মার্চ , ২০২২ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত রুলস অনুসারে শূন্যপদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে । শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন , এই সংক্রান্ত বক্তব্য পেশের সময় কিছু ভুলভ্রান্তি ছিলো । ফলে সকলের বিভ্রান্তি নিরসনের জন্য আজ এই স্পষ্টিকরণ দেওয়া হলো । মূলত পদ্ধতিগত ত্রুটির ফলেই এই বিভ্রান্তি দেখা দেয় বলে তিনি জানান ।