Thursday, August 7, 2025
বাড়িখবররাজ্যবোধজনগর তহশিল অফিস ও আমার তহশিল নাগরিক পরিষেবা কর্মসূচির উদ্বোধন প্রশাসনকে মানুষের...

বোধজনগর তহশিল অফিস ও আমার তহশিল নাগরিক পরিষেবা কর্মসূচির উদ্বোধন প্রশাসনকে মানুষের হাতের কাছে পৌঁছে দিতে সরকার উদ্যোগ নিয়েছে : শিক্ষামন্ত্রী

প্রশাসনকে মানুষের হাতের কাছে পৌছে দিতে সরকার উদ্যোগ নিয়েছে । মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে মোহনপুর মহকুমার মহকুমা শাসক অফিসে আজ নাগরিক পরিষেবা কেন্দ্র চালু করা হয়েছে । আজ গামছাকোবরা এডিসি ভিলেজের কানদ্রা হাতাই – য়ে বোধজংনগর তহশিল অফিস এবং আমার তহশিল নাগরিক পরিষেবা কর্মসূচির উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন । এর আগে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে নাগরিক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন । অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন , বোধজংনগর তহশিল উদ্বোধনের ফলে মোহনপুর মহকুমার গামছাকোবরা , উত্তর বোধজংনগর , বোধজংনগর , অভিচরণ , ভগবান চৌধুরী , বীরমোহন , লেফুঙ্গা এলাকার মানুষের দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে । শিক্ষামন্ত্রী বলেন , রাজ্য সরকার লেফুঙ্গা ব্লকে জনজাতি ছাত্রছাত্রীদের জন্য একটি একলব্য আবাসিক বিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে । অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমডিসি রুনেল দেববর্মা । উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক তখিরাই দেববর্মা , লেফুঙ্গা ব্লকের বিডিও মহেন্দ্র কাম্বে , পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকার নীহার দেববর্মা প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক সুভাষ দত্ত । সভাপতিত্ব করেন লেফুঙ্গা বিএসি’র চেয়ারম্যান রণবীর দেববর্মা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য