Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যত্রিপুরার জনজাতিদের উন্নয়নে বামফ্রন্ট সরকার কোন কাজ করেনি - অমিত শাহ

ত্রিপুরার জনজাতিদের উন্নয়নে বামফ্রন্ট সরকার কোন কাজ করেনি – অমিত শাহ

সোমবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে কুমারঘাট এর পি ডব্লিউ ডি ময়দানে এক জন সমাবেশের আয়োজন করা হয়। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন লোকসভা নির্বাচনে রাষ্ট্র নির্মাণের স্বার্থে নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করতে হবে, তাছাড়া এদিন লোকসভা নির্বাচনে কমিউনিস্টদের যোগ্য জবাব দেবে রাজ্যবাসী এভাবে বিরোধী সিপিআইএমের বিরুদ্ধে সুর চড়ালে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন আসন্ন লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই নির্বাচন নরেন্দ্র মোদির গ্যারান্টির নির্বাচন, তার দাবি ত্রিপুরার দুটি লোকসভা আসনের জয় লাভ করবে বিজেপি মনোনীত প্রার্থীরা তা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষায়। তাছাড়া ত্রিপুরার উপজাতিদের উন্নয়নে কোন কাজ করেনি দীর্ঘ শাসনে কমিউনিস্টরা। বামফ্রন্ট শুধু কমিউনিস্টদের ভোটের সুফল নিয়েছে। এদিনের সভায় মূলত উত্তর, ঊনকোটি ও ধলাই জেলা থেকে আমজনতা শামিল হন। পাশাপাশি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিকশিত ভারত ও এক উন্নত ত্রিপুরা গড়ে তোলার জন্য ভোট চান। তিনি তুলে ধরেন কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য যেসব উন্নয়ন কর্মসূচী গ্রহণ করেছে সেগুলি। এর মধ্যে রয়েছে জনজাতি এলাকায় একলব্য বিদ্যালয় স্থাপন, জাতীয় সড়ক সহ বিভিন্ন বিষয়। তিনি অভিযোগ করেন বামফ্রন্টের সময়ে ত্রিপুরার জনজাতিদের কোন উন্নয়ন হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় উঠে এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিনামূল্যে রেশন, পাইপ লাইনে জলের ব্যবস্থা সহ উন্নয়ন মূলক প্রকল্প গুলির কথা। পরে এদিনের জনসভায় তিপ্রামথা সুপ্রিমো আরো বলেন ব্রু শরণার্থীদের 25 বছরের সমস্যা দুই মাসের মধ্যেই সমাধান করে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাই রাজ্যের জনজাতিদের উন্নয়নের পেছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা অন্যতম। এদিনের জনসভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য