রামনগরের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবেন রামনগর বাসী। এই প্রত্যাশা রামনগর উপ-নির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদারের। মাঝে আর দুইদিন। ১৭ এপ্রিল বিকেলে শেষ হচ্ছে সরব প্রচার। তাই প্রচারে কোন খামতি রাখতে চাইছেন না উপ-ভোটের শাসক দলের প্রার্থী দীপক মজুমদার। বাড়ি বাড়ি প্রচারে তিনি প্রথম থেকেই জোর দিয়েছেন। সোমবার সকালেও একই ছবি ধরা পড়লো। এদিন দলীয় কর্মী- সমর্থকদের নিয়ে ভোট প্রচার চালান শিশু বিহার স্কুল সংলগ্ন এলাকায়। ভোট প্রার্থনায় এদিন বিজেপি প্রার্থী যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর সরকারি বাস ভবনে। তাদের হাতে প্রচার পত্র তুলে দেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার এবং ভোট ভিক্ষা চান। এদিনও প্রচারে ভালো সাড়া পেয়েছেন বলে জানান বিজেপি প্রার্থী।