Saturday, September 7, 2024
বাড়িখবররাজ্যনববর্ষের দিন রাজধানীর বাজার হাটে উপচে পরা ভিড়

নববর্ষের দিন রাজধানীর বাজার হাটে উপচে পরা ভিড়

বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। এর মধ্যে অন্যতম একটি হল বাংলা নববর্ষ। এদিনে প্রতিবছর উৎসব প্রেমী বাঙালিদের ঘরে ঘরে থাকে ভুরিভোজের আয়োজন। সাধ ও সাধ্যের মধ্যে সকলেই এদিনে ভালো খাবারের আয়োজন করার চেষ্টা করে থাকেন। স্বাভাবিক ভাবেই সকাল থেকে বাজারে থাকে ক্রেতা- বিক্রেতার ভিড়। মাছ-মাংস থেকে শুরু করে মিষ্টির দোকানেও একই ছবি।অন্যান্য বছরের মতো এবারো বাংলা নববর্ষের দিনে রবিবার রাজধানীর বিভিন্ন বাজারে ভিড় চোখে পড়ে। রবিবার সকাল থেকে রাজধানীর বটতলা, মহারাজগঞ্জ , তুলসিবতী, মঠ চৌমুহনী, লেক চৌমুহনী সহ বিভিন্ন বাজারে ক্রেতারা ভিড় করেন মাছ-মাংসের দোকানে। আর নববর্ষের দিনে ভোজন রসিক বাঙালী ইলিশ মাছ কিনতে ভিড় করেছেন মাছের বাজারে। তবে এবছর ইলিশের দাম বেশ চড়া। কাঁচা ইলিশ বিক্রি হয়েছে কেজি প্রতি প্রায় ১৭০০ থেকে ১৮০০ টাকা। আর ফ্রিজের মাছ কিছুটা কম।অনেকেই দাম যতই হোক বছরের প্রথম দিন ইলিশেই মজেছেন। এছাড়া অন্য মাছের দামও একটু বেশি ছিল। একই অবস্থা মাংসের বাজারেও। এর পরেও বছরের এই একটি বিশেষ দিনের জন্য ভোজন রসিক বাঙালী সাধ ও সাধ্যের মধ্যে কেনাকাটা করেছেন পরিবারের সকলে একসঙ্গে বসে পেটপুড়ে খাওয়ার জন্য। এদিন মাছ-মাংসের বাজারের পাশাপাশি মিষ্টির দোকান গুলিতে ভিড় লক্ষ্য করা যায়। শুভেচ্ছা বিনিময়ে মিষ্টি মুখ কিংবা দুপুরের খাবারের পাতে মাছ- মাংসের পরে মিষ্টি- দই না হলে কি হয়? তাই মিষ্টি কিনতেও দোকানে দোকানে ভিড় করেছেন ক্রেতারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য