হাতেগোনা আর কিছুদিন পরেই গোটা দেশে অনুষ্ঠিত হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। তা সত্বে ও অব্যাহত রয়েছে দলত্যাগের হিড়িক, শনিবার রাজ্যের ৬টি মন্ডলের মোট ২৩ পরিবারের ১৫৭ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে যোগ দেন ভারতীয় জনতা পার্টি দলে। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরন করে নেন যুব মোর্চার সাধারন সম্পাদক রানা ঘোষ। জানা গিয়েছে এদিনের যোগদান পর্ব যুব কংগ্রেস থেকে যোগদান করা আমির হোসেনের নেতৃত্বে হয়েছে বলে। এদিন সংবাদ মাধ্যমকে যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ জানান মূলত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যানমুখী কর্মযজ্ঞের প্রতি আকৃষ্ট হয়েই ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছেন বলে।