দশ বছরের রাজত্বের মার্কশিটে ডাঁহা ফেল করে মোদি গ্যারান্টি এনে আবার ধোঁকা দিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী, এবার মোদি সরকারের নামে। এখন আর ভারত সরকার নেই ওটার নাম হয়ে গেছে মোদি সরকার।তাই সব গ্যারান্টি ভাঁওতাবাজি বলে উড়িয়ে দিল সারা ভারত কৃষক সভা।মঙ্গলবার সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর এক সাংবাদিক সম্মেলনে বলেন এই ভাঁওতাবাজির বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে সারা ভারত কৃষক সভা দেশে লিফলেট বিতরণ করা শুরু করেছে।সেই লিফলেট আজ সরকারীভাবে প্রকাশ করলো রাজ্য কৃষকসভা।পবিত্র কর ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ সভাপতি মতিলাল সরকার, সম্পাদকমন্ডলির সদস্য সিদ্দিকুর রহমান ও পশ্চিম জেলা সম্পাদক মধুসূদন দাস।পবিত্র কর বলেন মোদিজির গ্যারান্টিতে কর্পোরেট লুট বন্ধের প্রতিশ্রুতি নেই, মানে চলবে।তিনি বলেন তাই কৃষক সভা আহ্বান জানিয়েছে কৃষি ও কৃষক বাঁচাতে, ভারত বাঁচাতে বিজেপিকে পরাস্ত করুন।তিনি বলেন এন সি আর বি তথ্য অনুযায়ী ২০১৪ সাল থেকে ২৩ সাল পর্যন্ত কৃষক, কৃষি শ্রমিক ও দৈনিক হাজিরার কর্মী ৪ লাখ ২৫ হাজার আত্মহত্যা করেছেন। কৃষক সভা মনে করে নরেন্দ্র মোদি ও তাঁর দল শাস্তিযোগ্য অপরাধ করেছেন।তিনি বলেন ১৪ সালে মোদি ন্যুনতম সহায়ক মূল্য স্বামীনাথনের ফর্মুলা অনুযায়ী সি2+50% ন্যুনতম সহায়ক মূল্য দেয়ার কথা ঘোষণা করলেও প্রধানমন্ত্রী কথা দিয়েও তা রাখেননি। এদিন সাংবাদিক সম্মেলনে পবিত্র কর জনতার কাছে আহ্বান রাখেন রাজ্যের দুটি লোকসভা ও একটি বিধানসভার উপ- নির্বাচনে ইন্ডিয়া জোট প্রার্থীদের জয়ী করার জন্য।