দেশের লোকসভা নির্বাচনে চলে এলো চীন প্রসঙ্গ রবিবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি সভাপতি কংগ্রেস দলের বিরুদ্ধে তোপ দাগেন , বলেন কংগ্রেস দেশের ঐতিহ্য সংস্কৃতি ধর্ম ও মূল্যবোধকে বিসর্জন দিয়ে চীনের রাজনীতির ক্ষমতাকে শক্তিশালী করার ভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে চলছে।অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল এবং বিরোধী ডট ইন্ডিয়ার মধ্যে একে অন্যের প্রতি কটাক্ষ ও তোপ দাগা চলছেই। এই নির্বাচনী ট্যাগ অফ আরে এবার যুক্ত হল চীন প্রসঙ্গ রবিবার বিজেপি রাজ্য দপ্তরে তড়িঘড়ি এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যে কংগ্রেস এবং সিপিএমের অশুভ আপাতের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তো দাগেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি জানান স্বাধীনতার পর কংগ্রেস দল দেশে প্রায় সাত বছর শাসন ক্ষমতা ছিল এই শাসনকালে উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্বদেশ। বিজেপি সভাপতির অভিযোগ বিভাজনের রাজনীতি করে কংগ্রেস উত্তর পূর্বাঞ্চল কে বারবার রক্তাক্ত করে তুলেছে পাশাপাশি দুর্নীতিরঅখড়া হিসেবে গড়ে তুলেছে সাংবাদিক সম্মেলনে তিনি জানান কংগ্রেস দল দেশে ঐতিহ্য সংস্কৃতি ধর্ম এবং মূল্যবোধকে বিসর্জন দিয়ে চীনের রাজনীতির ক্ষমতাকে শক্তিশালী করে তোলার ভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে চলছে।সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি আরো বলেন একমাত্র নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলে প্রথম উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করেছেন কংগ্রেসের ৬০ বছরের রাজত্বকালে উত্তর পূর্বাঞ্চলে মাত্র নয়টি বিমানবন্দর তৈরি করা হয় অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 10 বছরের সময়ে উত্তর পূর্বাঞ্চলে আরো আটটি নতুন বিমানবন্দর তৈরির পদক্ষেপ গ্রহণ করা হয় এখন পর্যন্ত মোদী উত্তর পূর্বাঞ্চলে ৬০ বার সফর করেন বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে ছিলেন নির্বাচন পরিচালন কমিটির রাজ্য কনভেনার মন্ত্রী প্রণোজিৎ সিংহ রায়, কো কনভেনার ডাক্তার অশোক সিনহা দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী।