Tuesday, December 24, 2024
বাড়িখবররাজ্যরাজধানীতে উদ্ধার ৫০ উর্ধ মহিলার মৃতদেহ

রাজধানীতে উদ্ধার ৫০ উর্ধ মহিলার মৃতদেহ

বুধবার রাজধানীতে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে ধর্ষণ এবং খুনের । ঘটনার বিবরণে জানা যায় রাজধানী শহর সংলগ্ন পঞ্চমুখ এলাকায় এক মধ্যবয়সী মহিলার পচা গলা নগ্ন মৃতদেহ উদ্ধার হয় বুধবার সকালে। অভিযোগ উঠেছে মহিলাকে খালি বাড়িতে ধর্ষণ করে হত্যা করা হয়েছে । বুধবার সকালে এই ঘটনা আমতলী থানার পঞ্চমুখ এলাকায়। মৃত মহিলার নাম মীরা দেব (৫০)। মহিলা নিজের বাড়িতে একা থাকতেন। পার্শ্ববর্তী এলাকায় তার মেয়ে এবং কয়েকজন আত্মীয় থাকলেও এই বাড়িতে তাদের যাতায়াত কম হতো। মীরা দেব রেগার কাজ এবং গৃহ পরিচারিকার কাজ করে নিজের আর্থিক রোজগারের পথ বেছে নিয়েছিলেন। গত ৮-১০ দিন যাবত মহিলাকে কেউ দেখতে পায়নি। এর মধ্যেই গত দুদিন যাবত মহিলার ঘর থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছিল। ঘরের বাইরে থেকে তালা লাগানো ছিল। প্রতিবেশীদের এই দুর্গন্ধ নিয়ে সন্দেহ তৈরি হয় খবর জানানো হয় আমতলি থানায়। বুধবার আমতলী থানার পুলিশ গিয়ে মহিলার মেয়েকে খবর দেয়। মেয়ের উপস্থিতিতে পুলিশ ঘরের ভেতরে ঢুকে। ঘরের ভেতরে বিছানার পাশে এক কোনায় মহিলার পচা-গলা নগ্ন মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ দেখে মেয়ে সহ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ খালি বাড়িতে মহিলাকে কেউ ধর্ষণের পর খুন করে চলে গেছে।তদন্তের স্বার্থে পুলিশ ঘটনাস্থলে ফরেনসিক টিম নিয়ে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ‌মর্গে পাঠিয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য