কুমারঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত সোনাইমুড়ি উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন সোনাইমুড়ি বাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ৪ মার্চ গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে ১৭ জন মা ও শিশু উপস্থিত ছিলেন । স্বাস্থ্যকর্মীরা এই অনুষ্ঠানে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করেন এবং রক্তাল্পতা রোধে আয়রন ফলিক অ্যাসিড টেবলেট সেবন ও আয়রনযুক্ত খাবার খাওয়া , কৃমিনাশে অ্যালবেন্ডাজল ট্যাবলেট খাওয়ার গুরুত্ব নিয়ে বিশদভাবে আলোচনা করেন । তাছাড়া টিবি রোগ সনাক্তকরণে দুই সপ্তাহ বা তার বেশি জ্বর , কাশি , ওজন কমতে থাকা ও রাতে ঘাম হলে কফ পরীক্ষা করার জন্য পরামর্শ প্রদান করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপিডব্লিও কৃষ্ণা দেবনাথ , অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মী । অনুষ্ঠানে শেষে উপস্থিত সবাইকে পুষ্টিকর খাবার প্রদান করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।