Friday, August 8, 2025
বাড়িখবররাজ্যগাঙ্গাইল রোডস্থিত রামপুরে মেগা স্বাস্থ্য মেলা ও রক্তদান শিবির মহিলা সশক্তিকরণের লক্ষ্যে...

গাঙ্গাইল রোডস্থিত রামপুরে মেগা স্বাস্থ্য মেলা ও রক্তদান শিবির মহিলা সশক্তিকরণের লক্ষ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী

মহিলা ক্ষমতায়ণ ও সশক্তিকরণের লক্ষ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার । সাম্প্রতিক তথ্যানুসারে মহিলা – পুরুষের অনুপাত হ্রাসের মাধ্যমে সমতা সুনিশ্চিত হচ্ছে । সঠিক ব্যবস্থাপনা ও উদ্যোগের ফলশ্রুতিতে রোজগার সৃজনের পাশাপাশি উন্নয়নে মহিলাদের অংশীদারিত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে । আজ গাঙ্গাইল রোডস্থিত রামপুরে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সহায়তায় নিবেদিতা ক্লাব আয়োজিত মেগা স্বাস্থ্য মেলা ও রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । প্রথমেই রক্তদান শিবির ও স্বাস্থ্য মেলা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী । রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুরনিগমের ৬ জন নব নির্বাচিত সদস্যদের এদিন সম্মাননা জানানো হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন , মহিলাদের রোজগারের সুযোগ ও সামাজিক অংশীদারিত্বের পথে অগ্রগমনই সমৃদ্ধশালী এবং সুস্থ সমাজ ব্যবস্থার অন্যতম শর্ত । মহিলাদের উন্নয়ন ব্যতীত সমাজের সর্বাঙ্গীন উন্নয়ন সম্ভব নয় । মুখ্যমন্ত্রী বলেন , বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প একটি জেলায় প্রাথমিকভাবে বাস্তবায়ণ প্রক্রিয়া শুরু হয় । বর্তমান রাজ্য সরকারের প্রকল্প বাস্তবায়ণের সার্বিক সফলতার লক্ষ্যে রাজ্যব্যাপী এর সুফল বন্টন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে । সাম্প্রতিক তথ্য অনুসারে পুরুষ এবং মহিলাদের জনসংখ্যাগত ব্যবধান কমে এসেছে । যা ইতিবাচক ইঙ্গিত । পরিবারের প্রতি নিবেদিত প্রাণ মহিলারা কর্মক্ষেত্রেও দক্ষতার ছাপ রাখছেন । বর্তমানে রাজ্যে মহিলাদের আত্মসম্মান সুনিশ্চিত হয়েছে । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন , রাজ্যের প্রান্তিক এলাকা পর্যন্ত স্বচ্ছতার সঙ্গে উন্নত নাগরিক পরিষেবা প্রদান ও পরিকাঠামোগত অত্যাধুনিকীকরণের মাধ্যমে উন্নয়ণের বিকেন্দ্রীকরণের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ হচ্ছে । স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে গৃহিত একাধিক ইতিবাচক পদক্ষেপের ফলে একের পর এক সাফল্য আসছে । রাজ্যের চিকিৎসা পরিষেবার প্রতি জন আস্থা ফরে আসার ফলে কমে আসছে রাজ্যের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহণের প্রবণতা । সমস্ত ধরণের জটিল রোগের চিকিৎসা পরিষেবা রাজ্যে সুনিশ্চিত হলে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা যেমন সুনিশ্চিত হবে , অন্যদিকে চিকিৎসার জন্য একটা বড় অর্থরাশি যা রাজ্যের বাইরে চলে যেত , তা রাজ্যেই থাকবে । গন্ডাতুইসায় যেখানে একজন এমবিবিএস ছিলেন , সেখানে বর্তমানে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি অন্যান্য চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা রয়েছেন । তাই নয় নাগরিকদের পরিষেবা প্রদানের দ্রুততা ও সরলীকরণের লক্ষ্যে পি ডব্লিউ ডি একটি ডিভিশন পর্যন্ত সেখানে কার্যকর রয়েছে । এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত , পুরনিগমের মেয়র দীপক মজুমদার , স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব শুভাশিস দাস , ডা . প্রদীপ ভৌমিক , ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মানিক সাহা প্রমুখ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য