Thursday, December 26, 2024
বাড়িখবররাজ্যমোদীজি ছাড়া বিকল্প কিছু চিন্তা করতে পারেনা মানুষ - মুখ্যমন্ত্রী

মোদীজি ছাড়া বিকল্প কিছু চিন্তা করতে পারেনা মানুষ – মুখ্যমন্ত্রী

রবিবাসরীয় প্রচারে রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড় তুলল শাসক দল ভারতীয় জনতা পার্টি।এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে সাড়া জাগানো পদযাত্রা ও জনসম্পর্ক অভিযান উদয়পুর মহকুমায়। রবিবার গোমতী জেলার বিজেপি বাগমা মণ্ডলের উদ্যোগে হয় দলীয় প্রার্থীর সমর্থনে পদযাত্রা। বাগমা এলাকা থেকে বের হয় নারী- পুরুষ-যুবদের উৎসাহ উদ্দীপনাময় পদযাত্রা। এদিন পদযাত্রায় সামনে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, মণ্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা। পদযাত্রা যেদিকে গেছে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ সমর্থন জুগিয়েছেন। পথে পথে মুখ্যমন্ত্রী লোকজনের সঙ্গে কথা বলেছেন, দলীয় প্রার্থীর হয়ে ভোট চান। সাধারণ মানুষ শুধু নন, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন। এদিন সাড়া জাগানো উদ্দীপনাময় পদযাত্রা বিভিন্ন পাড়া, এলাকা অতিক্রম করে করুইমুড়ায় এসে শেষ হয়। প্রচুর লোকজন এদিন পদযাত্রায় অংশ নেন। মুখ্যমন্ত্রী এদিন আশাব্যক্ত করেন পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কৃতি সিং দেববর্মণ বিপুল ভোটে জয়ী হবেন। তিনি বলেন, মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেছে মোদীজি ছাড়া বিকল্প কিছু চিন্তা করতে পারেন না তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে মানুষের আস্থা রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য