রাজ্যের চা শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্য সরকার। শনিবার বিজেপির প্রদেশ টি সেলের উদ্যোগে চা বাগান প্রতিনিধিদের সাংগঠনিক বৈঠকে এ কথা বলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ বিপ্লব কুমার দেবকে পাশে বসিয়ে লোকসভা নির্বাচনে রাজ্যের দুই প্রার্থীর জন্যই ভোটের আবেদন জানান শ্রী ভট্টাচার্য।বিজেপির প্রদেশ টি সেলের উদ্যোগে চা বাগান প্রতিনিধিদের সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় শনিবার। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদিজীর গ্যারান্টি সংকল্প সার্থক করার লক্ষ্যে কিভাবে চা শ্রমিকরা কাজ করবে, কিভাবে জনসম্পর্ক করবে তা নিয়ে আলোচনা করার জন্যই এই সাংগঠনিক বৈঠক।রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয় আয়োজিত বৈঠকে প্রদেশ সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান এডভোকেট সমীর ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা, তাপস ভট্টাচার্যসহ অন্যান্যরা। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যে বিজেপি সরকার আসার পর ত্রিপুরা চা শিল্পকে উন্নত করার লক্ষ্যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে। এরমধ্যে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা, তাদের জন্য আয়ুষ্মান কার্ড বিলি করাসহ জমির পাট্টা বিলি করার কথা উল্লেখ করেন শ্রী ভট্টাচার্য। ত্রিপুরার যাকে গোটা দেশে পৌঁছে দিয়েছে বিজেপি সরকার।