চড়িলাম ব্লকের ঢাকাবাড়ি মণিপুরী নাটমন্ডপে গতকাল বিশালগড় মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় এবং ঢাকাবাড়ি রাস উৎসব ও মেলা কমিটির যৌথ উদ্যোগে রাধামাধব জিউ রাস ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয় । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ব্রজেন্দ্র সিংহ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা । তিনি বলেন , রাজ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি চর্চায় রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে । এ ধরণের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আগামী দিনে রাজ্যে সুস্থ সাংস্কৃতিক পরিমন্ডল গঠিত হবে এবং দেশের যুব সমাজ সুস্থ সংস্কৃতির হাল ধরতে পারবে । অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা মণিপুরী কীর্তন , রাধামাধবের রাসলীলা , পূজাপাঠ ইত্যাদি পরিবেশন করে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধামাধব জিউ রাস ও সাংস্কৃতিক মেলা কমিটির সভাপতি দেবেন্দ্র সিংহ । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত , সমাজসেবী মৃনাল কান্তি সিংহ , নীলমণি সিংহ , বিভাস সিংহ , মাধুলাল সংহ , তথ্য ও সংস্কৃতি আধিকারিক ও এলাকার স্থানীয় জনগণ ।