Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যচৈত্র মেলার অনুমতি পত্র বিতরণে বিস্তর অভিযোগ আগরতলা পৌর নিগমের বিরুদ্ধে

চৈত্র মেলার অনুমতি পত্র বিতরণে বিস্তর অভিযোগ আগরতলা পৌর নিগমের বিরুদ্ধে

চৈত্র মেলার অনুমতি পত্র বিতরণ নিয়ে বিস্তর অভিযোগ উঠল আগরতলা পৌর নিগমের বিরুদ্ধে ।চৈত্র মেলায় অংশগ্রহণে ইচ্ছুক ক্ষুদ্র ব্যবসায়ীরা এই অভিযোগ উথাপন করেছেন। বিষয়টি নিয়ে আগরতলা পৌর নিগমের কেন্দ্রীয় কার্যালয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়।আবারো রাজধানীতে চৈত্র মেলার আয়োজন করতে চলেছে আগরতলা পুর নিগম ।আগামী ১ এপ্রিল থেকে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় চৈত্র মেলা অনুষ্ঠিত হবে ।মূলত শকুন্তলা রোড থেকে শুরু করে শিশু উদ্যান পর্যন্ত এলাকায় চৈত্র মেলার মূল আকর্ষণ থাকে ।সেই অনুযায়ী প্রতি বছরের মত এবারও বৃহস্পতিবার থেকে মেলায় অংশগ্রহণে ইচ্ছুক ক্ষুদ্র ব্যবসায়ীদের অনুমতি পত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয় আগরতলা পুর নিগম। কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিতরণের কাজ শুরু হয় বৃহস্পতিবার। এদিন আগরতলা পৌর নিগমের ফরম পেতে উৎসাহী ক্ষুদ্র ব্যবসায়ীদের ভিড় ছিল ব্যাপক ।প্রথম থেকে সুষ্ঠুভাবেই চলছিল ফ্রম বিতরণের কাজ। কিন্তু ১৯১ টি ফর্ম বিলির পর ক্রমিক নম্বর ৪০০ থেকে শুরু হয় ফর্ম বিতরণ।বিষয়টি নজরে আসতেই দীর্ঘ লাইনে অপেক্ষমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ।তারা প্রশ্ন তুলেন ১৯১ এরপর আর ২০৯ টি ফ্রম কোথায় গেল সেই বিষয়ে ।কিন্তু কর্তৃপক্ষ এই বিষয় কোন সদোত্তর দিতে পারেনি ।এই নিয়েই আগরতলা পুর নিগমের কেন্দ্রীয় কার্যালয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। এদিন এক বঞ্চিত ক্ষুদ্র ব্যবসায়ী জানান ,তিনি দীর্ঘ আশা নিয়ে চৈত্র মেলার ফরম পেতে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সংশ্লিষ্ট পুর আধিকারিকদের খামখেয়ালীপণার কারণে ফরম থাকি সত্যেও তিনি এবং অন্যান্যরা বঞ্চিত । খবর পেয়ে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনে। চৈত্র মেলার ফরম বিলি নিয়ে কর্তৃপক্ষের খামখেলিপনার বিষয়টি বঞ্চিত ক্ষুদ্র ব্যবসায়ীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য