তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং গীতকা নাট্য সংস্থার সহযোগিতায় গতকাল বিলোনীয়া মহকুমায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয় । রাজনগর ব্লকের অন্তর্গত বড়পাথারী বাজার , ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত কদমতলা বাজার এবং বনকরঘাট ( নদীর উত্তর ) বাজার , হৃষ্যমুখ ব্লকের অন্তর্গত তিপরা বাজার এবং বিলোনীয়া পুর এলাকার অন্তর্গত বনকরঘাট ( নদীর দক্ষিণ ) বাজারে এই পথনাটকগুলি অনুষ্ঠিত হয় । প্রতিটি স্থানেই ব্যাপক জনসমাগম পরিলক্ষিত হয় ।