১৯৩১ সালের ২৩ মার্চ ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সের হত্যার জন্য ভগত সিং এবং তাঁর সহযোগী সুখদেব থাপর এবং শিবরাম রাজগুরুকে ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়া হয়। শনিবার তাদের ৯৪ তম শহীদান দিবস। দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে রাজ্যের চার বাম ছাত্র যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। ছাত্র যুব ভবনের সামনে আয়োজিত শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে তিনজনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সংগঠনের সকল সদস্য। তিনজনের কর্মজীবন সম্পর্কেও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে পলাশ ভৌমিক আসন্ন লোকসভা নির্বাচনের ইস্যু তুলে ধরে বামপন্থীদের একত্রিত হওয়ার আহ্বান জানান।