Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যদেশকে বাঁচাতে ও শক্তিশালী করতে হলে মোদিজীর হাতকে শক্তিশালী করতে হবে -...

দেশকে বাঁচাতে ও শক্তিশালী করতে হলে মোদিজীর হাতকে শক্তিশালী করতে হবে – মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা

দুটি আসনেই বিজেপির জয় নিশ্চিত। দু জায়গাতেই জনগণের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার পশ্চিম আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে পদযাত্রায় অংশ নিয়ে এভাবেই দলের জয় সম্পর্কে নিজের সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, গতবারের তুলনায় অনেক বেশি ভোটে জয় ছিনিয়ে আনবে বিজেপি।লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকেই প্রতিটি বুথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাসক দল ভারতীয় জনতা পার্টি। সেই মোতাবেক প্রত্যেক বুথের প্রতিটি বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতৃত্ব ভোট চাইছেন বাড়ি বাড়ি গিয়ে। এক্ষেত্রে সকলেই ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করছেন। এদিকে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শুক্রবার বাধারঘাট মন্ডলের উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয়।আয়োজিত পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। রেলিতে মুখ্যমন্ত্রী ছাড়াও অংশগ্রহণ করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিধায়িকা মিনা রানি সরকারসহ বিজেপির কার্যকর্তা সহ প্রচুর কর্মী সমর্থক। চারিপাড়া এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, দেশকে বাঁচাতে হলে, দেশকে শক্তিশালী করতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতকে শক্ত করতে হবে। রাজ্যের জনগণ এখন মুখিয়ে রয়েছে কখন তারা ইভিএম মেশিনে আঙ্গুল দেবেন। মুখ্যমন্ত্রী বলেন, জাতি জনজাতি এখন মিলেমিশে একাকার। গতবারের তুলনায় অনেক বেশি ভোটে জয়ী হবে বিজেপি।রাজ্যে শাসক দল ভারতীয় জনতা পার্টিকে প্রচারে ঝড় তুলতে দেখা যাচ্ছে। দুই প্রার্থীর জন্য ভোট চাইছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলীয় নেতৃত্ব। অন্যান্য নির্বাচনের মতোই প্রচারের দিক থেকে কোনো খামতি রাখতে চাইছেন না শাসক দল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য