আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল শুক্রবার। জগন্নাথ বাড়ি রোডে গড়ে উঠেছে অস্থায়ী এই নির্বাচনী কার্যালয়। ইতিপূর্বে ২০২৩ এর বিধানসভা নির্বাচনের আগে এই জায়গাতেই তৈরি হয়েছিল অস্থায়ী নির্বাচনে কার্যালয়। দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রার্থী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। পরবর্তীতে ধর্মীয় রীতিনীতি মেনে দেবী ত্রিপুরা সুন্দরীর পূজার্চনায়ও সামিল হন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে দলের নেতৃত্বসহ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, যে কোনো নির্বাচনের আগে পার্টি অফিস উদ্বোধন করা হল ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি। ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। দুটো আসনেই জয় সম্পর্কে নিশ্চিত মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সকল কাজকর্ম এখন এই নির্বাচনী কার্যালয় থেকেই চলবে।