জাতীয় স্বাস্থ্য মিশন , ত্রিপুরার উদ্যোগে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের আওতাধীন গৌহাটিস্থিত মিশন স্মাইলের সহযোগিতায় ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডাঃ বি আর আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত পাঁচ দিন ব্যাপী কাটা ঠোঁট ও তালু কাটা অর্থাৎ ক্লেফট্ লিপ বা ক্লেফট্ প্যালেট সংক্রান্ত এক বিশেষ অস্ত্রোপচার শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে মোট ৪৭ জন ক্লেফট্ লিপ বা ক্লেফট্ প্যালেট যুক্ত শিশুকে স্ক্রিনিং করা হয় । এর মধ্যে ৩০ জন শিশুকে অস্ত্রোপচার করা হয় । স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন ।