লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরার আটটি বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীদের নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হল মক পোল বা মহড়া ভোট। রাজধানী আগরতলার শিশু বিহার স্কুলে প্রথম দিনের মহড়া ভোটে ট্রেনিং দেওয়া হল সাড়ে তিন থেকে চার হাজার ভোট কর্মীর। দরজায় কড়া নাড়ছে ১৮তম লোকসভা নির্বাচন। এই নির্বাচনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ইভিএম মেশিন থেকে শুরু করে স্লিপ সংক্রান্ত বিষয়ে। ভোট কর্মীদের জন্য এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বেশ কিছু নিয়ম কানুন পরিবর্তন করা হচ্ছে এবারের লোকসভা নির্বাচনে। ইভিএম মেশিন থেকে শুরু করে বিভিন্ন নিয়ম-কানুনে নানা পরিবর্তন সম্পর্কে ভোট কর্মীদের অবগত করার জন্য বৃহস্পতিবার থেকে শুরু হল মক পোল তথা মহড়া ভোট।রাজধানী আগরতলার শিশু বিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয় এই মহড়া ভোট।পশ্চিম ত্রিপুরার আটটি বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীদের নিয়ে শুরু হওয়া এই মহড়া ঘটে অংশ নিয়েছেন প্রায় সাড়ে তিন থেকে চার হাজার ভোট কর্মী। জানালেন রিটানিং অফিসার ডক্টর বিশাল কুমার।