মঙ্গলবার রাজধানীর টাউনহলে ভারতীয় জনতা পার্টির সদর শহর ও গ্রামীণ জেলার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব কার্যকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ স্থাপনের আহ্বান রাখেন। পাশাপাশি বিরোধী দলের সমালোচনায় মুখর হন।বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, দলের সহ-সম্পাদিকা পাপিয়া দত্ত, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক ভগবান দাসসহ অন্যান্যরা। নির্বাচনের সময় বুথের A,B,C গ্রেডেশন অনুযায়ী কিভাবে কাজ করতে হয়, বিএল এ-দের কাজ কি থাকে সেসব বিষয় সাংগঠনিক আলোচনা হয়। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে কার্যকর্তাদের বিভিন্ন বিষয়ে অবগত করা, উৎসাহিত করা হয় সাংগঠনিক বৈঠকে। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভায় পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব উপস্থিত কার্যকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক স্থাপনের পরামর্শ দেন।এদিকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী দেব বিরোধীদল কংগ্রেস এবং সিপিএম-এর ব্যাপক সমালোচনার মুখর হন। পাশাপাশি দলবদলের বিষয় উল্লেখ করে নাম না করে বিধায়ক সুদীপ রায় বর্মনকেও কটাক্ষ করতে ছাড়েননি শ্রী দেব। নিজের স্বভাব সুলভ ভঙ্গিতে কার্যকর্তাদের সঙ্গে বক্তব্য রাখেন প্রার্থী বিপ্লব কুমার দেব। পাশাপাশি তার গলায় জয় সম্পর্কে আত্মবিশ্বাসের সুর শোনা যায়।