যোগেন্দ্রনগর রেল স্টেশন এলাকা থেকে রেলের সামগ্রী চুরি করে পালানোর পথে জনতার হাতে আটক এক চোর। খবর নেই রেল কর্তৃপক্ষের। দীর্ঘদিন ধরেই নাকি ধৃত যুবক স্টেশন থেকে বিভিন্ন ধরনের সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজর আসার পরেই সোমবার তারা আটক করে জিজ্ঞাসা কর চালায়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে আরো অনেকবার নাকি চুরি করেছে। পরে পুলিশে খবর দিয়ে ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।