Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যকৃষি গবেষনা কেন্দ্র পরিদর্শনে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু

কৃষি গবেষনা কেন্দ্র পরিদর্শনে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু

রাজ্যের কৃষি গবেষণাকে আর বেশী শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন রাজ্যপাল। সোমবার রাজ্য কৃষি গবেষনা কেন্দ্র পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।পরিদর্শন কালে কৃষি বিজ্ঞানীদের সভায় অংশ নিয়েছেন রাজ্যপাল। সোমবার রাজ্যপাল রাজ্যের প্রধান কৃষি গবেষনা কেন্দ্র পরিদর্শন করেছেন। কৃষি গবেষনা কেন্দ্রের কাজকর্ম কি রকম চলছে তা পরখ করে দেখতেই রাজ্যপালের এই পরিদর্শন। রাজধানী আগরতলার বাধারঘাটের মাতৃপল্লীতে রাজ্যের প্রধান কৃষি গবেষনা কেন্দ্রে যান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী নাল্লু। গবেষনা কেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি কথা বলে জেনে নেন গবেষনার খুঁটিনাটি। কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ও আধিকারীকরা রাজ্যপালকে তাঁদের গবেষনার মূল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অবগত করেন। রাজ্যপাল ঘুরে দেখেন গবেষনাগারের প্রদর্শনী কক্ষ। সেখানে বিভিন্ন প্রজাতির উন্নত বীজ ও তাঁদের ফলন ক্ষমতা সম্পর্কে রাজ্যপালকে তথ্য তুলে ধরেন আধিকারীকরা। এদিন কৃষি গবেষনা কেন্দ্রে অনুষ্ঠিত ত্রিপুরা ষ্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সীর কার্যকরী কমিটির সভাতেও রাজ্যপাল উপস্থিত ছিলেন। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু পরিদর্শন পর্ব সেরে সংবাদ মাধ্যমকে জানান, ধ্মকৃষি ও গবেষনা একে অপরের পরিপুরক। গবেষনার অগ্রগতি ছাড়া কৃষি ক্ষেত্র শক্তিশালী হতে পারেনা। রাজ্যের প্রধান কৃষি গবেষনা কেন্দ্রে যে ধরনের কাজকর্ম চলছে তা সন্তোষজনক। তবে এর গতি আরও তরান্বিত করার উপর গুরুত্ব দিয়েছেন রাজ্যপাল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য