Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যকংগ্রেস সিএএ নিয়ে রাজ্যবাসীকে আতঙ্কিত করছে - নবেন্দু

কংগ্রেস সিএএ নিয়ে রাজ্যবাসীকে আতঙ্কিত করছে – নবেন্দু

শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ও অন্যান্য নেতৃত্বরা , এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ বিজেপি মুখপাত্র জানান লোকসভা নির্বাচনে ত্রিপুরায় বিরোধীরা ১ লক্ষের ভোটের মাত্রা ছাড়িয়ে যেতে পারবে না, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের মন্তব্যের জবাবে এইভাবেই কংগ্রেসকে বিঁধলেন বিজেপি মুখপাত্র।তাছাড়া এদিন তিনি বলেন, মোদীজির গ্যারান্টি হল প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল থেকে শুরু করে সারা দেশে সিএএ লাগু করার প্রতিশ্রুতি পূরণ করেছেন প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদী।দেখা যাচ্ছে কংগ্রেস সিএএ নিয়ে রাজ্যবাসীকে আতঙ্কিত করার চেষ্টা করছে। তবে তাতে কোনো লাভ হবে না।ক্ষেপিয়ে তোলার ষড়যন্ত্র করছে বিরোধীরা।পাশাপাশি লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে দুইজন প্রার্থীকে বাদ দেওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার কংগ্রেস ভবনে বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপির দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, এরই জবাবে আজ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য জানান বিজেপিতে কে কোন রাজ্য থাকবেন সেটা কোনো বিরোধীদল নেতা ঠিক করে দিতে পারেন না। প্রয়োজনের নিরিখে কাউকে সংসদনীয় রাজনীতিতে রাখা হবে বা কাউকে সংগঠনিক রাজনীতিতে রাখা হবে বলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য