Monday, October 14, 2024
বাড়িখবররাজ্যসাংবাদিক সম্মেলনে তিপ্রামথার সমালোচনা সুদীপের

সাংবাদিক সম্মেলনে তিপ্রামথার সমালোচনা সুদীপের

মোদী হে তো মুমকিন হে, তাই আনারসে পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছেন। তাছাড়া, প্রদ্যোত কিশোর দেববর্মণের দলকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনায় সাফল্য পেয়েছে বিজেপি সরকার। আজ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।এদিন তিনি বলেন, কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দল তিপ্রাসাদের উন্নয়নের স্বার্থে কাজ করে নি। যুগ যুগ ধরে কংগ্রেস জনজাতিদের উন্নয়নে এগিয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কংগ্রেস এতকিছু করার পর ও এডিসিতে শাসন ক্ষমতায় বসতে পারেনি।এদিন তিনি প্রদ্যোত কিশোর দেববর্মণের বিরুদ্ধে সুর চড়ালেন। তাঁর কটাক্ষ, লোকসভা নির্বাচনে তিপ্রাসাদের আবেগকে ব্যবহার করা হয়েছে। তিপ্রাসাদের বিক্রি করে দিয়ে নিজেদের আখের গোছাতে চাইছে। তাছাড়া, মাধববাড়িতে সিএএ -এর বিরোধিতা করতে গিয়ে তিপরা মথা দলের উৎপত্তি হয়েছিল। যেই দলের জন্ম হয়েছিল সিএএ-এর বিরোধিতা করে। আজ দেশে সিএএ লাগু হওয়ার পরও মুখে কুলুপ এটেছেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। তাহলে সিএএকে সমর্থন করেছেন তিনি। কিন্তু কংগ্রেস সিএএ-কে সমর্থন করে না।তাঁর কথায়, জনজাতিরা এতো বোকা নয়। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁরা উপযুক্ত জবাব দেবেন। এদিন তিনি তিপ্রাসাদের কংগ্রেসে যোগদান করার জন্য আবেদন জানিয়েছেন। কংগ্রেসের হাতকে শক্তিশালী করে তুলতে একত্রে লড়াই করতে মাঠে নামার জন্য জনজাতিদের আহ্বান করেছেন তিনি।তাঁর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর থাকাকালীন বিপ্লব কুমার দেবের রাজত্বে ত্রিপুরায় সন্ত্রাসের রাজত্ব ছিল। তৎকালীন সময়ে আইন শৃঙ্খলা তলানিতে ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহার আমলে আইন শৃঙ্খলা অনেকটাই পরিবর্তন হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য