Thursday, August 7, 2025
বাড়িখবররাজ্যঅটল জলধারা মিশনের অধীনে জিরানিয়ায় পানীয় জলের সংযোগ

অটল জলধারা মিশনের অধীনে জিরানিয়ায় পানীয় জলের সংযোগ

অটল জলধারা মিশনের অধীনে জিরানিয়া মহকুমার বিভিন্ন ব্লকের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে৷ এখনও পর্যন্ত জিরানিয়া ব্লকের 7 হাজার 156 পরিবার, বেলবাড়ি ব্লকের 4 হাজার 149 পরিবার, পুরাতন আগরতলা ব্লকের 5 হাজার 315 পরিবারকে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া জিরানিয়া ব্লকে পানির চাহিদা মেটাতে ৫টি গভীর নলকূপ ও ৮টি মিনি গভীর নলকূপ বসানো হচ্ছে। জিরানিয়া ব্লকে 7টি নতুন লোহা অপসারণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। পুরাতন আগরতলা ব্লকে ইতিমধ্যে 1টি লোহা অপসারণ প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এবং আরও 2টি প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে৷ বেলবাড়ি ব্লকে 1টি আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। পানীয় জল ও স্যানিটেশন, জিরানিয়া মহকুমা অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য