কেন্দ্রীয় সরকার পরিবহন ক্ষেত্রে শ্রমিকদের বিরুদ্ধে সর্বনাশা নতুন আইন প্রনয়ন করেছে। অভিযোগ এই হিট এন্ড রান কালো আইন শ্রমিক স্বার্থ বিরোধী। এর বিরুদ্ধে দেশজুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গার সঙ্গে রাজ্যেও রাস্তায় নামে বিভিন্ন পরিবহণ শ্রমিক সংগঠন।কোথাও পথ অবরোধ আবার কোথাও বিক্ষোভ সংগঠিত করা হয়। বুধবার কেন্দ্রের পরিবহণ ক্ষেত্রে আইনকে কালো দানবীয় আইন বলে আখ্যা দিয়ে রাজপথে নামল বাম শ্রমিক সংগঠন সি আই টি ইউ। এদিন কন কনে ঠাণ্ডার মধ্যে সংগঠনের নেতা- কর্মীরা আগরতলা শহরে মিছিল সংগঠিত করে। অফিস লেন সি আই টি ইউ অফিসের সামনে থেকে বের হয় মিছিল। স্লোগান মুখরিত মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে সভায় মিলিত হয়। এদিনের কর্মসূচীতে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে, সমর চক্রবর্তী, তপন দাস, জয়া বর্মণ সহ অন্যরা। কর্মসূচী থেকে এই আইন বাতিলের দাবি জানানো হয়।মানিক দের অভিযোগ পরিবহণ শ্রমিকদের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকার। এই সরকার শ্রমিকদের স্বার্থের কথা চিন্তা করে না।