বর্তমান আর্থিক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গিরামিন প্রকল্পের অধীনে গন্ডাতভিসা (আগে গন্ডাচেরা নামে পরিচিত) মহকুমার অধীন রইস্যাবাড়ি ব্লকের 555টি সুবিধাভোগী পরিবারকে দেওয়া হচ্ছে। ৫১৭টি সুবিধাভোগী পরিবার তাদের প্রথম কিস্তির ৪৮ হাজার টাকা পেয়েছে। ৭৯টি সুবিধাভোগী পরিবার তাদের দ্বিতীয় কিস্তির ৫০ হাজার টাকা পেয়েছে। প্রতিটি বাড়ি নির্মাণে খরচ হবে ১ লাখ ৩০ হাজার টাকা। সব ঘর নির্মাণে মোট ব্যয় হবে ৭ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা। ধলাই জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।