Monday, October 14, 2024
বাড়িখবররাজ্যসংগঠন ও সরকার যখন নাম্বার ওয়ানে চলবে তখন রাজ্য তথা দেশ সঠিকভাবে...

সংগঠন ও সরকার যখন নাম্বার ওয়ানে চলবে তখন রাজ্য তথা দেশ সঠিকভাবে পরিচালিত হবে – বিপ্লব

নাম্বার টু আমার পছন্দ হয় না । সরকার চালালেও নাম্বার ওয়ান হতে হবে , তেমনি সংগঠন চালালেও হতে হবে নাম্বার ওয়ান , নাম্বার টু আমি কখনোই পছন্দ করি না । সংগঠন ও সরকার যখন নাম্বার ওয়ানে চলবে তখন রাজ্য তথা দেশ সঠিকভাবে পরিচালিত হবে । বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ।সংগঠন চলুক আর সরকার চলুক । সবকিছুতেই হতে হবে নাম্বার ওয়ান । নাম্বার টু শব্দটি আমি পছন্দ করি না । একটি প্রগতিশীল সরকার চালাতে গেলে এক নম্বরে থাকলেই সঠিকভাবে সরকার চালানো সম্ভব । দুর্নীতিগ্রস্ত হয়ে কখনোই প্রগতিশীল সরকার চালানো সম্ভব না । রাজ্যে বর্তমানে স্বচ্ছ সরকার চলছে যার ফলে প্রগতিশীল সরকার চলছে । বর্তমান সরকার সমাজের সকল অংশের মানুষের অগ্রগতি ও প্রগতির দিকে লক্ষ্য রেখেই পরিচালিত করছে । দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছে স্বচ্ছতার সঙ্গে যাতে সরকার নিরপেক্ষভাবে পরিচালিত হয় । আর সেই দিশাতেই পরিচালিত হচ্ছে দেশ । বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ।প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন উদাহরণ দিয়ে বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকাল ফর ভোকালের প্রসঙ্গ তুলে টেরাকোটার কথা তুলে এনেছেন । বলেন টেরাকোটার মাধ্যমে মানুষ কিভাবে সাবলম্বী হয়ে উঠছে । এই প্রসঙ্গে স্থানীয় মাছের আচারের প্রসঙ্গ তুলে এনেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । বলেন মাছের আচার তৈরি করে বর্তমানে রাজ্যের অনেক মায়েরা সাবলম্বী হয়েছে । লোকাল যে কোন জিনিসের উপর গুরুত্ব দিলে খুব সহসায় সাধারণ মানুষ ও যেস্বাবলম্বী হয়ে যায় সেটা আর বলার অপেক্ষা রাখে না । মানুষ কোন একটা সঠিক জিনিস নিয়ে সঠিক চিন্তা-ভাবনা করে এগোতে থাকলেই সেটাতে সাফল্য নিশ্চিত আসবে । বিশালগড় লস্কর চৌমুহনীতে আয়োজিত বিকশিত ভারত প্রকল্পে আলোচনা প্রসঙ্গে কথাগুলি উল্লেখ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ।শ্রী দেব এদিন আরো বলেন, সাধারণ মানুষ স্বাবলম্বী হওয়ার আগ্রহ ও চেষ্টা থাকলেই সহসায় সাবলম্বী হতে পারে । তবে তার জন্য থাকতে হবে তার অদম্য ইচ্ছা শক্তি ও আগ্রহ ।। তবেই যে কোন মানুষ খুব সহসায় স্বাবলম্বী হতে পারে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য