মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার ৭০ তম জন্মবার্ষিকী পালন হয়েছে সোমবার । আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার ৭০ তম জন্মদিন যথাযথ মর্যাদায় পালন করা হবে । প্রসঙ্গত ১৯৫৩ সালের ৪ জানুয়ারি মাখনলাল সাহা ও প্রিয়া বালা সাহার ঘরে জন্ম নিয়েছিলেন মানিক সাহা । তার জন্মদিন উপলক্ষে আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়েছে । মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার জন্মদিন উপলক্ষে বৃদ্ধাশ্রমে ফল মিষ্টি বিতরণ করা হবে । এছাড়াও দরিদ্রদের মধ্যে করা হবে শীতবস্ত্র বিতরণ । পাশাপাশি বিশ নং ওয়ার্ড ও ২১ নং ওয়ার্ডে করা হবে দরিদ্র নারায়ণ সেবা । সংশ্লিষ্ট ওয়ার্ড গুলিতে আয়োজিত অনুষ্ঠানে সমাজের সকল অংশের মানুষের উপস্থিতি কামনা করেছেন বিশ নং ওয়ার্ডের চেয়ারম্যান রত্না দত্ত ।