তাঁত ও রেশম চাষ বিভাগের উদ্যোগে, একটি 5 দিনের দক্ষিণ ত্রিপুরা জেলা-স্তরের হ্যান্ডলুম এক্সপো 11 মার্চ, 2022 থেকে শুরু হতে চলেছে এবং 15 মার্চ টোল চলবে, 2022. হ্যান্ডলুম এক্সপো বেলোনিয়া মহকুমার অধীনে রাজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এক্সপোতে 25টি স্টল থাকবে যেখানে রাজ্যে উত্পাদিত সমস্ত তাঁত পণ্য প্রদর্শিত হবে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজনগর ব্লক অফিসের কনফারেন্স হলে 2শে মার্চ এক্সপো সংক্রান্ত একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত৷ বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তপন দেবনাথ, রাজনগর আরডি ব্লকের বিডিও স্বরূপ কুমার পাল, হস্তশিল্প, তাঁত ও রেশম চাষ দফতরের অন্যান্য আধিকারিকরা।