গরিবের রবিন হুড ৭ রামনগর এলাকার প্রানপ্রিয় প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের আত্মার সদগতির জন্য দোয়া করলেন মুসলিম ধর্মাবলম্বীরা। এতে বুঝা যায় যে তিনি জাতপাত ধর্ম নিয়ে ভেদাভেদে বিশ্বাসী ছিলেন না , তিনি মানবধর্মে বিশ্বাসী ছিলেন তাই তিনি সকল ধর্মের মানুষের কাছে সমান ছিলেন , যার ফলস্বরূপ দেখা গেল সুরজিৎ দত্তের বাসভবনে। সুরজিৎ দত্ত এলাকার দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। সমস্ত ধর্মালম্বী মানুষকে তিনি নিজের করে নিতেন। সরকারি সমস্ত সুযোগ-সুবিধা তাদের মধ্যে দলমত নির্বিশেষে সুষ্ঠুভাবে বিতরণ করতেন। শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দলের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় বিধায়ক ছিলেন। এদিন মুসলিম ধর্মালম্বী মানুষরা জানান, সুরজিত দত্ত হিন্দু এবং মুসলমান সকলের কাছেই তিনি সেবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রয়াত হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী যা করার তা করবেন, কিন্তু সুরজিৎ দত্তের আত্মার সদগতি কামনার জন্য মুসলমান ধর্মালম্বী মানুষ মারা গেলে যেভাবে সদগতি কামনা করা হয় সেভাবে দোয়া করা হয়েছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে যাতে সুরজিৎ দত্তের পরিবার আগামী দিনে সুখে শান্তিতে থাকতে পারেন।