শনিবার ধলেশ্বর মঠ চৌমুহনী বাজারে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩তম মহোৎসব । এদিন এই উৎসব উপলক্ষে বাজার কমিটির সামাজিক কাজের অঙ্গ হিসাবে বড়জলা স্থিত আপনঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ কর হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা বিশিষ্ট সমাজ সেবক রাজীব ভট্টাচার্য বলেন রাজ্যের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা সমাজ সেবামূলক কাজেও নিজেদের প্রতিনিয়তই নিয়োজিত করছেন। অন্যদিকে মেয়র দীপক মজুমদার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা শুধুমাত্র পেশাদার ব্যবসায়ী হিসেবেই রোজগার করে যাচ্ছেন না। তাঁরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজেও নিজেদের প্রতিনিয়তই নিয়োজিত করছেন বলে অভিমত ব্যাক্ত করেন।