জাতীয় সেবা প্রকল্পের ( এনএসএস ) স্বেচ্ছাসেবকরা সমাজ সচেতনমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে । রাজ্যে এনএসএস ১৯৭৬ সালে ৬ টি কলেজের ৬০০ ছাত্রছাত্রী নিয়ে শুরু হয়েছিল । এনএসএস স্বেচ্ছাসেবকরা প্রাকৃতিক দুর্যোগ , রক্তদান , স্বচ্ছভারত , বনমহোৎসব , পণবিরোধীর মত আরও নানা রকম সমাজ সচেতনমূলক কর্মকান্ডের সাথে যুক্ত । আজ মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সপ্তাহব্যাপী এনএসএস ইউনিটের প্রশিক্ষণ শিবির ও রক্তদান উৎসবের উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ । অনুষ্ঠানে তিনি বলেন , বর্তমানে রাজ্যে প্রায় ৩২ হাজার এনএসএস স্বেচ্ছাসেবক রয়েছে । অনুষ্ঠানে তিনি আরও বলেন , সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে রাজ্যে গুণগত শিক্ষা সম্প্রসারণের উপর অগ্রাধিকার দিয়েছে । এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া নির্ভর করছে শ্রেণী কক্ষের উপর । তাই এনসিইআরটি কারিকুলাম থেকে শুরু করে রাজ্যে শিক্ষা ব্যবস্থায় ৩৪ টি সংস্কার করা হয়েছে । রাজ্যের ১২৫ জন মেয়ে ন্যাশন্যাল ডিফেন্স একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন শংকর দেব । মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান সুনীল চন্দ্র দেব , এনএসএস রাজ্য নোডাল অফিসার ড . চিত্রজিৎ ভৌমিক প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস । রক্তদান শিবিরে ২৫ জন এনএসএস স্বেচ্ছাসেবক রক্তদান করেছে ।