Thursday, December 26, 2024
বাড়িখবররাজ্যনিয়োগের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও টেট উত্তীর্ণদের

নিয়োগের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও টেট উত্তীর্ণদের

অবিলম্বে চাকরি প্রদানের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো 2022 সালের টেট উত্তীর্ণরা। বিক্ষোভ দমাতে গিয়ে ট্যাট উত্তীর্ণদের বেকারদের বেনার ছিড়ে পুলিশ নিজেদের শক্তি প্রদর্শন করেছে বলে অভিযোগ উঠেছে।ফের একবার অবিলম্বে চাকরি প্রদানের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো টেট উত্তীর্ণ বেকাররা। মঙ্গলবার সকালে ট্যাট উত্তীর্ণ বেকাররা ব্যানার নিয়ে লক্ষীনারায়ণ বাড়ি রোড ধরে মিছিল করে মুখ্যমন্ত্রী বাসভবনের দিকে এগিয়ে যায় ।কিছুটা পথ অতিক্রম করার পরই পুলিশ তাদের মিছিলের গতিরোধ করে। এদিন এই বিক্ষুব প্রদর্শন কর্মসূচি প্রসঙ্গে এক টেট কোয়ালিফাইড বেকার জানান, 2022 সালে তারা টেট পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়েছেন ।এরই মধ্যে রাজ্যের বিদ্যালয় গুলিতে তীব্র শিক্ষক সংকট চলছে। কিন্তু সরকার এখন পর্যন্ত শিক্ষক নিয়োগ করছে না ।এই অবস্থায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা নিরব ভূমিকা পালন করে চলছেন ।শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়ে নীরবতা ভঙ্গ করে কিছু বলুক। ট্যাট উত্তীর্ণদের কিছু পরামর্শ দিক, এমনটাই চাইছেন তারা।এদিকে ট্যাট উত্তীর্ণ বেকারদের মিছিলের গতি রোধ করার সময় পুলিশের সাথে বেকারদের কিছুটা ধস্তাধস্তি হয়, এই সময় পুলিশ বিক্ষোভকারীদের ব্যানার ছিড়ে ফেলে বলে অভিযোগ উঠেছে ।এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় বিষয়টি অস্বীকার করেন। অভিযোগ ভিত্তিহীন বলে প্রকারান্তরে জানান তিনি।এদিন ট্যাট উত্তীর্ণ বেকারদের বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি ঘিরে কিছুটা সময়ের জন্য লক্ষীনারায়ণ বাড়ি রোডে যান চলাচল ব্যাহত হয়। এতে সমস্যায় পড়েন পথচারীরা। উল্লেখ্য এই নিয়ে গত এক মাসের মধ্যে দ্বিতীয় বার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য