বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ কুখ্যাত চোর সহ চুরি যাওয়া কিছু স্বর্ণালংকার উদ্ধার করল পূর্ব থানার পুলিশ ।সম্প্রতি বনমালীপুর এবং ধলেশ্বর এলাকার একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে ।উদ্ধারকৃত স্বর্ণালংকার গুলি সংশ্লিষ্ট বাড়ি গুলি থেকে চুরি করা হয় ।এই চুড়ি কাণ্ডের পেছনে জড়িত চার জনের একটি দল এর গ্যাং লিডার অমিত দেববর্মা ওরফে বাইচুং ।বাড়ি রাজধানীর অভয়নগর এলাকায় ।দলের অন্য তিন সদস্য হল অভিজিৎ দেববর্মা ,অমল দেববর্মা এবং আকাশ রবিদাস। ধৃতদের কাছ থেকে ৪ লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে ।এদিন এই সংবাদ জানিয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় জানান ,পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জীর নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছিল ।এই বিশেষ দলটি তদন্ত চালিয়ে প্রথমে দলের গ্যাং লিডার অমিত দেববর্মা ওরফে বাইচুংকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।