কৃষ্ণটিলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় গত ২ মার্চ থেকে শুরু হয়েছে অ্যানিমিয়া ও টিবি মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে পক্ষকালব্যাপী বিশেষ অভিযান । এই অভিযান আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে । কর্মসূচিতে টিবি রোগ শনাক্তকরণে দুই সপ্তাহ বা তার বেশি জ্বর ও কাশি উপসর্গ থাকলে , ওজন কমতে থাকলে ও রাতে ঘাম হলে অবশ্যই কফ পরীক্ষা করার জন্য পরামর্শ প্রদান করেন কমিউনিটি হেলথ অফিসার তুহিনকন্যা সিনহা ও সুস্মিতা দে , এমপিডব্লিও রঞ্জিত দেববর্মা ও সমীর দেবনাথ । এই অভিযানে আশাকর্মীরাও অংশগ্রহণ করেন । উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা এদিন মোট ১৫০ জনের টিবি রোগের স্ক্রিনিং করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।