Wednesday, November 6, 2024
বাড়িখবররাজ্যযথাযথ মর্যাদায় রাজ্যে পালিত হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস

যথাযথ মর্যাদায় রাজ্যে পালিত হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস

দেশকে সাংবিধানিকভাবে দেশের যে মূল কাঠামো সেটাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস অঙ্গীকারবদ্ধ হয়েছে। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ১৩৯ তম উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস যথা মর্যাদায় রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে পালিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপালচন্দ্র রায় এবং দলীয় পতাকা উত্তোলন করলেন আশীষ কুমার সাহা। তারপর প্রয়াত নেতৃত্বদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানালেন দলীয় নেতারা। সেখান থেকে পরে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে গান্ধী ঘাট স্থিত শহীদ বেদীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন দলীয় নেতৃত্ব সহ কার্যকর্তারা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আরো জানান আজকের এই দিনে কংগ্রেস দল সারা রাজ্য জুড়ে এক মন্ত্রে ও ভাতৃত্ববোধের আবদ্ধ হয়ে দলকে আরো শক্তিশালী করার বার্তা পাঠানো হয়েছে তাছাড়া এই দিনটিকে কেন্দ্র করে রাজধানীর রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে প্রবীণ নাগরিকদের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে তাছাড়া কংগ্রেস আন্দোলনের সাথে জড়িত শহীদদের প্রতিও শ্রদ্ধা জানানো হবে এবং পরিবার-পরিজনদের প্রতি একাত্মবোধে মিলিত হবেন বলে জানিয়েছেন তিনি। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা সহ দলীয় কার্যকর্তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য