বৃহস্পতিবার আচমকা রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল জিবি পরিদর্শনে আসেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডা. সন্দীপ আর রাঠোর। এদিন তিনি জিবি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সচিব ডা. সন্দীপ আর রাঠোর সংবাদ মাধ্যমকে জানান জিবির স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নতমানের বানিয়ে বহি:রাজ্যে রোগী রেফারের সংখ্যা কমানো সরকারের লক্ষ্য , তাছাড়া তৃতীয় পর্যায়ভুক্ত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র (টার্সিয়ারী হেল্থ কেয়ার সেন্টার)-কে আরও উন্নতমানের করার লক্ষেই আজকের এই পরিদর্শন বলে জানান। তাছাড়া কিছু যান্ত্রিক গোলযোগ নিয়ে সংবাদ মাধ্যমের এক প্রশ্নোত্তরে তিনি বলেন যেগুলো পুরানো হয়ে গিয়েছে সেগুলিকে বদলে নতুন যন্ত্র আনা হবে এবং পরিষেবা যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখবে।