Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যধর্মের কথা বলে উপজাতিদের মধ্যে লড়াই বাঁধানোর চেষ্টা হচ্ছে - মানিক সরকার

ধর্মের কথা বলে উপজাতিদের মধ্যে লড়াই বাঁধানোর চেষ্টা হচ্ছে – মানিক সরকার

কমিউনিস্ট আন্দোলনে গণমুক্তি পরিষদের ভূমিকা ব্যাপক ,এটা নিছক কল্পনা প্রসূত নয় এটা ইতিহাস।বুধবার আগরতলার টাউন হলে ৭৯ তম জনশিক্ষা দিবস ও গণমুক্তি পরিষদের প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় হল সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই আহ্বান জানিয়েছেন।সভার উদ্যোক্তা ছিল গণমুক্তি পরিষদ, টি ওয়াই এফ ও টি এস ইউ ।সেখানে মানিক সরকার বলেন এই অপপ্রচার করে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে সেখানে কেউ কেউ গা ভাসিয়ে দিলে বিজেপির সুবিধা হবে ।তাই এর যোগ্য জবাব দিতে হবে।তা না হলে সেটা বিজেপি দল এর সুযোগ নেবে।’তিনি বলেন কমিউনিস্ট আন্দোলনে গণমুক্তি পরিষদের ভূমিকা ব্যাপক ,এটা নিছক কল্পনা প্রসূত নয় এটা ইতিহাস।তিনি গত ২৬ ডিসেম্বর জনজাতি সুরক্ষা মঞ্চের দাবি ও মিছিল নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন ধর্মের কথা বলে উপজাতিদের মধ্যে লড়াই বাঁধানোর চেষ্টা হচ্ছে।বলেন সংবিধান অনুযায়ী ধর্মের নামে সংরক্ষণ করা যায় না। মানিক সরকার বলেন জনশিক্ষা আন্দোলন শিক্ষার মাধ্যমে উন্নয়নের দাবি শুধু উপজাতিদের জন্য ছিল না ছিল সকলের। তিনি বলেন সকলের জন্য শিক্ষা সহ সামাজিক লড়াই ছিল প্রধান, তাকে সামনে রেখেই গঠিত হয়েছিল গণমুক্তি পরিষদ।এই মুহূর্তে দেশের ও রাজ্যের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন অর্থনৈতিক দিক থেকে উপজাতিরা ভয়াবহ অবস্থায় রয়েছে,কর্মরতরা কর্মহীন হয়ে পড়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির উদ্বেগজনক সব কিছুতেই সরকারের ব্যর্থতা স্পষ্ট। সেজন্য মানুষের কাছে যেতে হবে বোঝাতে হবে বলতে হবে, স্বাধীন ত্রিপুরার শ্লোগান থেকে গ্রেটার তিপ্রা ল্যান্ড কোনোটাই উপজাতিদের উন্নয়নের জন্য নয় শুধুমাত্র কমিউনিস্টদের রুখতে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য