Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যমঙ্গলবার ত্রিপুরাতেও যথাযথ মর্যাদায় উদযাপিত হল "বীর বালক দিবস"

মঙ্গলবার ত্রিপুরাতেও যথাযথ মর্যাদায় উদযাপিত হল “বীর বালক দিবস”

সারা দেশের সঙ্গে মঙ্গলবার ত্রিপুরাতেও “বীর বালক দিবস” উদযাপন করা হয়। রাজ্য ভিত্তিক এই অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার পার্শবর্তী চাঁমারী এলাকায়, উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি রাজীব ভট্টাচাৰ্য, প্রাক্তন বিধায়ক এবং বিজেপি নেতা ডা দিলীপ কুমার দাসসহ অন্যান্যরা। এদিন চানমারি স্কুল থেকে ছাত্রদেরকে নিয়ে পার্শবর্তী ও রাজ্যের একমাত্র গুরুদোয়ারা পর্যন্ত রেলি করে যাওয়া হয়। এর পর বীর শহীদ বালক যাদের জন্য এই দিবস পালন করা হচ্ছে তাদের নিয়ে নির্মিত সিনেমা দেখানো হয়। সেই সঙ্গে সকলে মিলে প্রার্থনা করেন। এই দিনটির তাৎপর্য তুলে ধরতে গিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ১৭০৪ খ্রিস্টাব্দে যখন মোঘল শাসক ধর্মান্তরিত করণের জন্য অত্যাচার চালিয়ে ছিলেন তখন নিজেদের ধর্ম রক্ষা করার জন্য একজন সতেরো বছর এবং একজন ১৩ বছরের কিশোর জীবন উৎসর্গ করে ছিলেন। শুধুমাত্র ধর্মান্তরিত হতে রাজি না হওয়া ছাদের উপর অত্যাচার ও খুন করা হয়। তাদের বীর গাঁথা দেশবাসীর তুলে ধরার জন্য এবছর থেকে ২৬ডিসেম্বর দিনটিকে বীরবলক দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর প্রেক্ষিতে এই দিনটি পালন করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য