Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যনতুন ধর্ম গ্রহণকারীদের তফসিলি উপজাতির তালিকা থেকে বাদের দাবীতে আগরতলায় মিছিল এবং...

নতুন ধর্ম গ্রহণকারীদের তফসিলি উপজাতির তালিকা থেকে বাদের দাবীতে আগরতলায় মিছিল এবং সভা করলো “জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা”

জনজাতি অংশের মানুষ যারা তাদের চিরাচরিত ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছে তাদের নাম তফসিলি উপজাতির তালিকা থেকে বাদ দিতে হবে। এই দাবিকে সামনে রেখে “জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা” এর পক্ষ থেকে মঙ্গলবার আগরতলায় মিছিল এবং সভার আয়োজন করা হয়। এদিন রাজধানী আগরতলার ক্ষুদিরাম স্কুল, উমাকান্ত একাডেমী এবং রাধানগর এলাকা থেকে তিনটি মিছিল আলাদা আলাদা ভাবে আস্তাবল ময়দানে এসে জমা হয় এবং সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। প্রায় চার থেকে পাঁচ হাজার নানা বয়সী নারী-পুরুষ তাদের চিরাচরিত পোশাক পরে মিছিলে শামিল হয়েছিল। এদিনের এই কর্মসূচিতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি সুরক্ষা মঞ্চ আসামের কনভেনার বিনোদন কুমবাং, মধ্যপ্রদেশের প্রাক্তন জেলা বিচারপতি প্রকাশ সিং উইকে, ত্রিপুরার জনজাতি সুরক্ষা মঞ্চের কনভেনার কার্তিক ত্রিপুরা প্রমূখ।কার্তিক ত্রিপুরা সংবাদ মাধ্যমকে বলেন তারা ইতিমধ্যে তাদের এই দাবি পূরণের জন্য দেশের ২২টি রাজ্যে কর্মসূচি করেছেন। আগামী দিনের দিল্লিতে এই দাবি পূরণের জন্য কর্মসূচির আয়োজন করা হবে। সেই সঙ্গে রাষ্ট্রপতির কাছেওডেপুটেশন প্রদান করা হবে। আরো বলেন তফশিল জাতীয় অংশের মানুষ যদি ধর্ম পরিবর্তন করেন তাহলে তার নাম তফসিল জাতির তালিকা থেকে বাদ হয়ে যায়। কিন্তু ওর জন্য জাতীয় অংশের মানুষ ধর্ম পরিবর্তন করলেও তাদের নাম তফসিলি উপজাতির তালিকা থেকে বাদ দেওয়া হয় না। তাই পার্লামেন্টে যেন বিল এনে তফশিল উপজাতি অংশের মানুষ ধর্ম পরিবর্তন করলে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার আইন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য