মঙ্গলবার যথাযথ মর্যাদায় চীন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা মাও সেতুং এর ১৩১ তম জন্মদিন উদযাপন করা হয় সিপিএম ত্রিপুরা রাজ্য কার্যালয়ে। এদিন উপস্থিত নেতৃত্বরা মাও সেতুং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য নারায়ণ কর প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের সামনে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য নারায়ণ কর বলেন মাও সে তুং মার্কসবাদ ও লেলিনবাদের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯২১ সালে চিনে কমিউনিস্ট পার্টি গঠন করেছিলেন। চীনের মাটিকে সাম্রাজ্যবাদ এবং চরম শোষণের হাত থেকে রক্ষা করতে আজীবন সংগ্রাম করেছিলেন তিনি। তাছাড়া মাও সেতুং গরিব কৃষক পরিবারের ছেলে। ১৯২১ সালে চিনে কমিউনিস্ট পার্টি গঠন করেছিলেন এবং সেখান থেকে তাঁর অভিযান শুরু হয়েছিল। দীর্ঘ লড়াইয়ের পর চিনে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল বলে ও জানান তিনি।