চুরের উপদ্রব দিন দিন বৃদ্ধি পেয়েই চলছে ।বাড়িঘর , শিক্ষা প্রতিষ্ঠান , ধর্মীয় প্রতিষ্ঠান কোনটাই বাদ নেই যেখানে চুরের দল থাবা বসায় নি। বিগত দিনে চুরের উপদ্রব থাকলেও এতটা প্রকাশে আসে নি ইদানিং তাদের উপদ্রব ক্রমশ বেড়েই চলছে , প্রশাসন অভিযানে নেমে কয়েকজনকে পাকড়াও করতে পারলেও তাদের সর্দার তথা মাস্টারমাইন্ডকে জালে তুলতে পারেনি। তারই ফলস্বরূপ এই উপদ্রব বৃদ্ধি। দেখা যাচ্ছে একপ্রকার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়েই চুরের দল নিজেদের উপদ্রব বাড়াচ্ছে। আগরতলা শহরে এমন কোন এলাকা বাদ নেই যেখানে চুরের দল হানা দেয় নি , এর মধ্যে অন্যতম হল রাজধানীর রামনগর এলাকা। জানা যায় সোমবার সকালেই এলাকার দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তারপর পাড়ার এক বয়োজ্যেষ্ঠ ব্যাক্তি এলাকা দিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষ করেন যে একজন লোক একটি বাড়ির পাইপ লাইনের পাইপ কাটছে , তা প্রত্যক্ষ করেই কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাতেই ধরা পড়েযায় সে , তার কাছ থেকে উদ্ধার হয় নেশা জাতীয় দ্রব্য ও। এদিন সংবাদ মাধ্যমকে এলাকার এক যুবক যার নাম পিনাকী চক্রবর্তী তিনি জানান রামনগর এলাকার যুবক যথেষ্ট সচেতন , প্রতিদিনই এলাকায় মার্চে বের হন যার ফলস্বরূপ আজকের এই চুর আটকের ঘটনা। এই ঘটনায় রামনগর এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।