Monday, November 4, 2024
বাড়িখবররাজ্যআমাদের রাজ্য আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলছে - টিংকু

আমাদের রাজ্য আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলছে – টিংকু

ভারতীয় মজদুর সংঘের তৃতীয় ত্রিবার্ষিক ত্রিপুরা রাজ্য সন্মেলন চলছে আগরতলায়। দুদিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে শনিবার। এই উপলক্ষে প্রথম দিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়। এদিন প্রথমে সংঘঠনের সদস্য-সদস্যারা মিছিল করে বটতলা থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে আসেন এরপর সমাবেশ শুরু হয়। এদিনের এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্বাধীনতার ৭৭ বছর পর ত্রিপুরা রাজ্য সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। ১৯৬৪ সালের ধর্মনগর শহর পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর বদরপুর থেকে সাবরুম পর্যন্ত ব্রডগেজ রেল পরিষেবা চালু করা হয়েছে। উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে এই রেল যোগাযোগ ব্যবস্থা। বর্তমান সরকার মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। দীর্ঘ বছর শ্রমিক দরদী সরকার ছিল রাজ্যে। মুখে তারা নিজেদের শ্রমিক দরদী বললেও বাস্তবে তারা মানুষের কল্যাণে বিশেষ করে শ্রমিকদের কল্যাণে কোন কাজ করেনি। বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করছে বলে জানান তিনি।এদিনের এই সমাবেশে আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গা থেকেও সংগঠনের সদস্যরা শামিল হয়েছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য